‘তুঘলকি স্টাইল’-এ দেশে সরকার চলছে, কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি সাফ জানিয়ে দেন, ‘দেশের অন্নদাতাদের দেশদ্রোহী কিংবা সন্ত্রাসবাদী বলা আমাদের সংস্কৃতি নয়।’
সংবাদমাধ্যমকে বালসাহেব ঠাকরে-পুত্র বলেন, ‘বিজেপি এর আগে বলেছিল মহারাষ্ট্রে অঘোষিত এমারজেন্সি চলছে। তাই যদি হয় তাহলে এই মুহূর্তে দেশে জরুরিকালীন অবস্থা। কৃষকরা তাঁদের নায্য দাবিতে প্রতিবাদ করছেন। কোনও সদর্থক আলোচনা না করে দেশের সরকার কৃষকদের উপর এই ঠান্ডার মধ্যে জল কামান দাগা হল। এই সরকার কোন দৃষ্টিতে এই ঘটনাকে দেখছে তা পরিষ্কার।’
উল্লেখ্য, সোমবার থেকে মহারাষ্ট্র বিধানসভার দু’দিনের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলন থেকেই উদ্ধব বলেন, ‘কেন্দ্র পাকিস্তান থেকে পেঁয়াজ ও চিনি নিয়ে আসছে। পাকিস্তান থেকে এরপর আবার কৃষকদেরও নিয়ে আসবে না তো সরকার? যেভাবে এই দেশের সরকার তুঘলকি শাসন চালাচ্ছে, দেশের মানুষ মেনে নেবে না।’
মোদী সরকারকে বিঁধে উদ্ধব বলেন, ‘কৃষকরা যদি মনে করেন যে এই আইনগুলি তাদের স্বার্থে নয়, আপনি কি কেবল তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না হওয়ার কারণে তাদের জেলে ভরবেন? কেন্দ্র এমন আচরণ করছে বলেই মনে হচ্ছে। কেউ যদি কৃষক ও শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের পক্ষে কথা বলেন, তবে তাদেরকে দেশবিরোধী হিসাবে চিহ্নিত করা হয়।’