এবার অলিম্পিকে ডোপ প্রসঙ্গে মুখ খুললেন কিংবদন্তি মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস। আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে কতটা স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। ৫টা অলিম্পিক্সে নেমেছেন ফেল্পস। আর সেই অভিজ্ঞতা থেকেই চ্যাম্পিয়ন সাঁতারু মনে করছেন, অলিম্পিক্সে অস্বচ্ছতা চিরকালই থেকেছে। এর ব্যতিক্রম হবে না এ বারও।
অলিম্পিক্সের স্বচ্ছতার প্রসঙ্গে প্রশ্ন তুলে ফেল্পস আরও জানান, “সততার সঙ্গেই বলছি, স্বচ্ছ ময়দানে প্রতিনিধিত্ব আমি করতে পারিনি।” পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, ২০১২ সালের অলিম্পিক্স থেকে এখনও পর্যন্ত ১৩০ জন প্রতিযোগী ডোপ করার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বা ইভেন্ট থেকে বাদ পড়েছেন। এই ঘটনাকেই ইঙ্গিত করেছেন ফেল্পস।
বর্তমান অলিম্পিয়ানরাও যে পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ নেন, সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত বিশ্বচ্যাম্পিয়ন সাঁতারু। ফলে এই অ্যাথলিটরাই যখন অলিম্পিক্সে নামবেন, তখন এই ঐতিহ্যবাহী ইভেন্ট কালিমালিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, মনে করছেন তিনি। ২৩ বারের স্বর্ণপদকজয়ী অলিম্পিয়ান জানিয়েছেন, “দশের মধ্যে চার বা পাঁচের বেশি নম্বর দেওয়া যাবে না অলিম্পিক্সকে।”
প্রসঙ্গত, বরাবরই ডোপিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলে এসেছেন ফেল্পস। তিনি বলছেন, “গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, আমাকে যতবার ডোপ পরীক্ষায় বসতে হয়েছে, অন্য কোনও অ্যাথলিটকে ততবার ডোপ পরীক্ষা দিতে হয়নি।” এ বারের অলিম্পিক্সেও যে কোনও কিছুই বদলাবে না, এমনই ধারণা তাঁর। ফেল্পস জানান, “কোনও কিছুরই পরিবর্তন হবে বলে মনে হয় না। এর পিছনে অনেক কারণ রয়েছে। তবে হতাশার ব্যাপার হল, সবাই কিন্তু একই ময়দানে খেলতে নামছে না।” উল্লেখ্য, কয়েকজনকে ডোপ পরীক্ষায় বসতে হচ্ছে। কেউ ধরা পড়ছেন। আবার অনেকেই ফাঁকি দিচ্ছেন। এটাই ভাল ভাবে নিতে পারছেন না ৩৫ বছরের এই সফল অলিম্পিয়ানের।