এখনও নিজেদের দাবিতে অনড় কৃষকেরা। কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদের উত্তাপ যেন বেড়েই চলেছে দিনের পর দিন। কোনো পরিস্থিতিতেই পিছু হটেনিনি কৃষকেরা। তুমুল শীতকে উপেক্ষা করে হাজারে হাজারে জড়ো হয়েছেন তাঁরা। মৃত্যুও হয়েছে কয়েকজনের। কিন্তু সেই শোক যেন আরও উদ্বুদ্ধ করেছে কৃষকদের। এবার অনশনের ডাক দিলেন তাঁরা।
সোমবার টানা ৯ ঘন্টার অনশনে বসছেন, এমনই জানালেন বিক্ষোভরত কৃষক সংগঠনগুলির নেতারা। ১৪ই ডিসেম্বর থেকে আরও জোরদার হবে আন্দোলন, রবিবার দিল্লীর সিঙ্ঘু সীমানায় সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কৃষক নেতা গুরনাম সিংহ চাঁদুনি। তিনি বলেছেন, “আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন চলবে। নেতারা যে যেখানে আছেন, সেখানেই অনশন হবে। বিক্ষোভ যেমন চলছে তেমনই চলবে। পাশাপাশি জেলায় জেলায় বিজেপির সদর দপ্তরের সামনে ধর্নায় বসারও কর্মসূচী নেওয়া হয়েছে।”
বিরোধী দলগুলি আগেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে ও এই আইনের কড়া সমালোচনা করেছে। এবার তাতে সুর মেলালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন জানান, কৃষকদের সমর্থনে তিনিও সোমবার অনশন করবেন। আম আদমি পার্টির কর্মী–সমর্থকদেরও অনশন কর্মসূচীতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে কেজরিওয়াল বলেন, “ঔদ্ধত্য ছেড়ে কৃষকদের দাবি মেনে নিক বিজেপি শাসিত কেন্দ্র সরকার।” এসব শুনে বিরোধীদের সমালোচনা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। “নয়া কৃষি আইন স্বল্পমেয়াদে কিছু কৃষকের জন্য সমস্যার হয়ে দাঁড়ালেও, দীর্ঘমেয়াদে উপকারীই হবে। কিছু মানুষ শুধু বিরোধ করতে পারলেই বাঁচে। এতে দেশ দুর্বল হয়। ওটাই তাঁদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে।”এই বলে বিরোধীদের কটাক্ষ করেন নরেন্দ্র।