লাগাতার ড্রয়ের পরে অবশেষে আইএসএলে জয়ের মুখ দেখলেন সুনীল ছেত্রীরা। গতকাল কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ গোলে জিতল বেঙ্গালুরু।
ম্যাচের সেরা হয়েছেন ডিমাস। এদিকে, চেন্নাইয়ান সিটি এফসির বিরুদ্ধে গোলশূন্যভাবে খেলা শেষ করে আইএসএলে এখনও অপরাজিত নর্থ ইস্ট ইউনাইটেড। ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে নর্থ- ইস্ট এখন লিগ টেবলে রয়েছে দু’নম্বরে। সমসংখ্যক পয়েন্টে তিন নম্বরে অবস্থান করছে এটিকে মোহন বাগান।
রবিবার এক গোলে পিছিয়ে পড়েও বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্সকে। ১৭ মিনিটে কিবু ভিকুনার দলকে এগিয়ে দেন প্রভীন কুমার। ২৯ মিনিটে ক্লেটন সিলভা বিএফসি’কে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে কেরল দাঁড়াতেই পারেনি। বেঙ্গালুরুর পক্ষে বাকি গোল গুলি করেন ওপসেফ (৫১ মিনিট), ডিমাস (৫২ মিনিট) ও সুনীল ছেত্রী (৬৫ মিনিট)। গত মরশুমে ফ্রান গঞ্জালেস মুনোজকে ভারতে এনেছিলেন কিবু ভিকুনা। রবিবার সেই কিবুর দলের বিরুদ্ধে বিএফসি’র জয়ে বড় ভূমিকা ছিল ফ্রানের। এদিন গোল পেলেও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পাননি সুনীল ছেত্রী। তাঁর খেলায় মন্থরতার ছাপ স্পষ্ট।