আইএসএলে আজ মুম্বই জামশেদপুর দ্বৈরথ। দুই দলই এবার দারুণ ছন্দে খেলছে। টানা ৩ ম্যাচ জয়ের পরে এটিকে মোহন বাগান আটকে গিয়েছিলে এই জামশেদপুরের কাছেই আবার অন্যদিকে আজ টানা পঞ্চম জয়ের দিকে চোখ মুম্বইয়ের।
জামশেদপুর এফসি কোচ ওয়েন কোয়েলও আশাবাদী ভালো কিছু করার জন্য। মোহন বাগানকে হারিয়ে তাদের মনোবল বেড়েছে। কোচ বলেন, ‘মুম্বই ভালো ফর্মে রয়েছে। ওদের বিরুদ্ধে জিততে হলে সেরাটা মেলে ধরতে হবে। আরও একটা অঘটন ঘটাতে আমরা প্রস্তুত।’
অন্যদিকে টানা চারটি ম্যাচ জিতে সের্গিও লোবেরার দলের মনোবল তুঙ্গে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। ৫ ম্যাচে তাদের ঝুলিতে এখন ১২ পয়েন্ট। সবচেয়ে বড় কথা, গোলের জন্য দলটা কোনও একজনের উপর নির্ভরশীল নয়। তবুও কোচ লোবেরা আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। তিনি বলেন, ‘আমাদের অনেক দূর যেতে হবে। তার জন্য আরও উন্নতি দরকার’।