সেই অক্টোবরের শুরু থেকে দেশে নামতে শুরু করেছে দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। সম্প্রতি তা ২৯-৩০ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। সোমবার সেটাই আরও কমে হল ২৭ হাজার। বস্তত ডিসেম্বরের প্রথম সপ্তাহের মোট আক্রান্তের সংখ্যাটা নভেম্বরের প্রথম সপ্তাহের থেকে অনেকটাই কম। যার অর্থ, শীতের প্রকোপ বাড়তেই করোনা সংক্রমণ বাড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, সেটা সম্ভবত আর হচ্ছে না। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ৮৪ হাজার ১০০ জন।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৪৩ হাজার ৩৫৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৩৬ জন। যদিও ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৬৯৫ জন। এর ফলে মোট ৯৩ লক্ষ ৮৮ হাজার ১৫৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের প্রায় ৯৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় অক্টোবরের শুরু থেকেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা আরও ৩ হাজার ৯৬০ কমেছে। কমতে কমতে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৩ লক্ষ ৫২ হাজার ৫৮৬ জন।