গত কয়েক দিন ধরে চলছিল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। শনিবার ছিল শেষ দিন। সেই মতো হালিশহরের বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি চালাচ্ছিলেন বিজেপির কর্মীরা। আচমকাই দুষ্কৃতী হামলা। তাতে প্রাণ গেল এক বিজেপি কর্মীর। ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘দাঙ্গাবাজ বিজেপি এখন অশান্তির জন্য বাংলাকে বেছে নিয়েছে।
ফিরহাদ জানিয়েছেন আমরা গান্ধীজির আদর্শে চলি। আমরা এই খুনোখুনি, মারামারি করিও না, আর তা বিশ্বাসও করি না। কিন্তু বিজেপি সর্বত্র দাঙ্গা করে বেড়িয়েছে। অত বড় দাঙ্গা গুজরাতে করেছে, দিল্লিতেও দাঙ্গা করেছে। এবার বাংলাতেও চেষ্টা করছে। খুনোখুনির রাজনীতিটাই ওদের রাজনীতি।’
ফিরহাদের কথায়, ‘আমরা কোনওরকম হিংসাকেই সমর্থন করি না। কিন্তু বাংলায় এখন বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে। আর সেগুলো সবই হচ্ছে বিজেপির উসকানিতে। হিংসা তৃণমূল কখনও সমর্থন করে না। আমরা গান্ধীজির আদর্শে চলি।