কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আজ, সোমবার (১৪ ডিসেম্বর) কৃষক নেতারা অনশন ধর্মঘটে শামিল হলেন। বিভিন্ন কৃষক সংগঠনের শীর্ষ নেতারাই শুধু অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে আন্দোলনকারীদের তরফে ঘোষণা করা হয়েছে। কৃষক নেতা গুরনাম সিং চাদুনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা দু-সপ্তাহ ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কিন্তু, কেন্দ্র এখনও কৃষকদের দাবিতে সাড়া দেয়নি। এই অবস্থায় বিভিন্ন কৃষক সংগঠনের প্রধানরা আজ সোমবার একদিনের অনশন ধর্মঘট শুরু করলেন। দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও তাঁদের সঙ্গে অনশনের ইচ্ছা প্রকাশ করেছেন।
গুরনাম সিং চাদুনি জানিয়েছেন, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষক নেতাদের অনশন ধর্মঘট চলবে। এই কৃষক নেতার কথায়, ‘আজ, সোমবার থেকেই কৃষকদের চলমান এই আন্দোলন আরও তীব্রতর হবে।’
সোমবার সিংঘু সীমানায় সাংবাদিক বৈঠক করে চাদুনি জানান, বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা যে যেখানে আছেন, সেখানে বসেই তাঁরা অনশন করছেন। পাশাপাশি দেশজুড়ে প্রতিটি জেলার সদর দফতরে এদিন ধর্নাও চলবে। তা ছাড়া দিল্লীর সীমানায় রোজ যেমন বিক্ষোভ কর্মসূচি চলছে, তাতে কোনও ছেদ পড়বে না।
সম্প্রতি কেন্দ্রের তরফে দাবি করা হয়, আন্দোলনরত কৃষকদের একটি দল প্রতিবাদ কর্মসূচি থেকে সরে এসে জানিয়েছে, কেন্দ্রের আইন সংশোধন প্রস্তাবে তাঁদের সম্মতি আছে। এদিন গুরনাম সিং চাদুনি দাবি করেন, যাঁরা কেন্দ্রের কাছে গিয়ে এ কথা বলেছেন, তাঁরা কেউই কৃষক বিক্ষোভে শামিল হননি। তাঁদের সঙ্গে আমাদের কোনও রকম যোগ নেই। এই কৃষক নেতার দাবি, এ ভাবেই তাঁদের আন্দোলকে ভাঙার চেষ্টা করা হচ্ছে।