১ ঘন্টা আগে বিশ্বজুড়ে হঠাৎই স্তব্ধ হয়ে গেল গুগলের একাধিক পরিষেবা। ইউটিউব থেকে শুরু করে পরপর জি মেল, গুগল মিট, গুগল ডকস ‘ক্র্যাশ’ করে। যার ফলে রাতারাতি বিপর্যয় নেমে আসে একাধিক সেক্টরে। আতান্তরে পড়ে বহু মানুষ। মূলত প্রথমের দিকে এই সমস্যা দেখা দেয় ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা শুরু হয়।
ভারেত কয়েকটি পরিষেবা ‘ডাউন’ থাকলেও, সন্ধ্যে ৬টা নাগাদ ইউটিউব বিপর্যস্ত হতে দেখা যায়। এদিকে ততক্ষণে, আমেরিকা, এশিয়া, আফ্রিকার বিভিন্ন জায়গায় এই সমস্যা শুরু হতে থাকে। উল্লেখ্য, এই ধরনের ঘটনা আগে সেভাবে গুগলের ক্ষেত্রে দেখা যায়নি। যদিও টুইটার, ফেসবুকের ক্ষেত্রে এই সমস্যা ঘটেছে আগে। জানা যাচ্ছে গুগলের পরিষেবা এভাবে ভেঙে পড়ায়, সবচেয়ে বেশি সমস্যা ইউটিউবের ক্ষেত্রে হয়েছে।