সবার প্রশ্ন একটাই শীত কবে আসবে? ভোর হলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কলকাতা+সহ গোটা গাঙ্গেয় বঙ্গ। এদিকে কুয়াশার আড়ালে লুকোচুরি খেলছে শীত। সকালের দিকে খানিক ঠান্ডার আমেজ থাকছে, আবার বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীত বোঝা যাবে, তার আগে এমন কুয়াশাই সঙ্গী হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার।
উত্তরবঙ্গে অবশ্য ঠান্ডা পড়েছে। তেমন জাঁকিয়ে শীত না পড়লেও হাল্কা বৃষ্টি হচ্ছে। সকালের দিকে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিতে তাপমাত্রা কমেছে। হাওয়া অফিস জানাচ্ছে, দার্জালিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এখন কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাতের দিকে তাপমাত্রার পারদ নামবে অনেকটা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘন কুয়াশা গতকালও ছিল, আজও একইরকম। সকাল থেকে ধোঁয়া ধোঁয়া কুয়াশা চারদিকে। হাওয়া অফিস জানিয়েছে, দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে গেছে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। বিহার, ঝাড়খন্ড, ওড়িশাতেও আগামী কয়েকদিন এমনই কুয়াশার দাপট থাকবে। শীত শীত আমেজটাই শুধু থাকবে, তবে জাঁকিয়ে ঠান্ডা এখনই পড়বে না। ১৫ ডিসেম্বরের পর থেকে পারদ পতনের সম্ভাবনা আছে।