উত্তরকন্যা অভিযান নিয়ে এবার আরও বিপাকে পড়ল গেরুয়া শিবির। সেখানে অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়র নামে এফআইআর দায়ের করল জলপাইগুড়ি পুলিশ। হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, ট্রাফিক গার্ড ভাঙচুর, সরকারি কাজে বাধা, পুলিশকে নিগ্রহ সহ একাধিক ধারা দেওয়া হয়েছে এফআইআরে। দুটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শিলিগুড়ি থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছেন এনজেপি থানায়।
শুধু কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষই নয়। এর পাশাপাশি আরও দুই নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সায়ন্তন বসু ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতা মিহির গোস্বামীর নামে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপিরই হাত আছে বলে সরাসরি দাবি করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ছররা বন্দুক ব্যবহার করে না। বিজেপি কর্মীরাই পুলিআকে গুলি চালাতে প্ররোচনা দেওয়ার জন্য ছররা বন্দুক নিয়ে এসেছিল বলে অভিযোগ করেছেন মমতা।