বনগাঁর সভা থেকে ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘উম্পুনের পর পর নাটক করতে এসেছিলেন প্রধানমন্ত্রী, কোনও টাকা আসেনি।’ কেন্দ্র কোনও টাকা দেয় না বলেও অভিযোগ করেন মমতা। বলেন, ‘৮৫ হাজার কোটি টাকা পায় রাজ্য সরকার। কোনও আর্থিক সাহায্য করে না কেন্দ্র। জিএসটির টাকাও দিচ্ছে না। কষ্ট করে সরকার চালাচ্ছি।’
বনগাঁর গোপালনগরে প্রশাসনিক সভা থেকে প্রথমেই এনআরসি ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দেন, ‘এ রাজ্যে বসবাসকারী সবাই নাগরিক, এখানে এনআরসি করতে দেবেন না।’ কৃষি আইনের বিরুদ্ধেও সরব হন। কৃষিজীবী দরিদ্র মানুষদের লক্ষ্য করে তাঁর বক্তব্য, ‘এমন আইন কেন্দ্র তৈরি করেছে যাতে কৃষকেরা আর আলুসেদ্ধ-ভাতও খেতে পাবেন না!’
নানা প্রসঙ্গের অবতারণা করে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে বিজেপিকে রাজনৈতিক ভাবে লড়াইয়ের ডাকও দেন। এবং সেখানেই কথাপ্রসঙ্গে নাম না করে বিজেপি’র উদ্দেশ্যে বলেন, ‘(বিজেপির) কখনও রামচিমটি, কখনও শ্যামচিমটি কখনও গোবর্ধনচিমটি! কেন এরকম?’ বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানো এবং ভয় দেখানোর অভিযোগ তোলেন। টাকা না ছড়িয়ে বা ভয় না দেখিয়ে রাজনৈতিক আসরে তাঁর সঙ্গে সরাসরি লড়ার কথাও বলেন তিনি।
সিএএ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘ক্যা ক্যা বলে প্রতারণা করা হচ্ছে। এদের একবার সুযোগ দিলেই ঠাকুমার বাবা, ঠাকুরদাদার জন্ম তারিখ চাইবে। দিতে পারবেন? রাজ্য সরকার আপনাদের নাগরিক বলে দিয়েছে। রাজ্য সরকার উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে দাঁড়িয়ে বলছি মতুয়ারা সকলে নাগরিক। আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। এনআরসি, এনপিআর করতে দেব না।’ মতুয়াদের উন্নয়নের স্বার্থেও রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে বলেও জানান তিনি।