স্পেনের মাঠে খেলতে এসে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোল করলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের খেলায় জুভেন্টাস ৩-০ গোলে হারাল বার্সেলোনাকে। ঘরের মাঠে লজ্জার হার হল মেসিদের।
প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগের ফের ধাক্কা খায় রোনাল্ড কোম্যানের দল। ২০ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে কুয়াদ্রাদোর ক্রসে জোরালো ভলি মেরে জাল নাড়িয়ে দেন ম্যাককিনি। ব্যবধান ২-০ হয়ে যায়। তার ২ মিনিট পরেই অবশ্য মেসির শট দুরন্ত বাঁচান ইতালির দলের গোলকিপার বুফোঁ। প্রথমার্ধে আর কোনও গোল আসেনি।
খেলা শুরুর ১১ মিনিটের মাথায় বক্সের মধ্যে রোলাল্ডোকে ফাউল করেন বার্সা ডিফেন্ডার আরাউজো। পেনাল্টি পায় জুভে। স্পট থেকে প্রথম গোল করতে কষ্ট হয়নি সিআর সেভেনের।