১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডের মাঠে হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ থেকে ছিটকেই গেলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সূত্রের খবর, তাঁর চোট এখনও সারেনি। অস্ট্রেলিয়া শিবিরে এই খবর বেশ বড় ধাক্কা দিয়েছে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। টেস্টে ওপেনিং নিয়েও অজি ব্রিগেড সমস্যায় পড়বে বলেই মত অনেকের।
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। ১৭ ডিসেম্বর ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে সুস্থ হতে পারবেন না ওয়ার্নার। তিনি বলেন, “অল্প সময়ের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠছি। আপাতত সিডনিতে থাকাই আমার পক্ষে ভাল। চোট অনেকটা সেরেছে। তবে এখনও ১০০ শতাংশ ফিট নই। উইকেটের মাঝে দৌড়তে সমস্যা রয়েছে। আরও ১০ দিন সময় পেলে আশা করি পুরোপুরি ফিট হয়ে যাব।” অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও মনে করেন সিডনিতে বক্সিং ডে (২৬ ডিসেম্বর থেকে) টেস্টে পাওয়া যাবে দলের সেরা ওপেনারকে।
এদিকে,ওয়ার্নার না থাকায় পিঙ্ক বল টেস্টে যদিও অস্ট্রেলিয়ার চিন্তা থাকবে ওপেনিং নিয়ে। প্র্যাকটিস ম্যাচে মাথায় বল লাগায় মাঠ ছাড়েন উইল পুকভস্কি। ফর্মে নেই জো বার্নসও। এমন অবস্থায় ল্যাঙ্গার দলে পেতে চাইবেন উসমান খোয়াজাকে। শুক্রবার ভারতীয়দের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া এ। সেই ম্যাচে ভারতীয় দলের হয়ে নামতে পারেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। তাঁদের বিরুদ্ধে ওপেনার হিসেবে আরও এক বার সুযোগ পাবেন বার্নস। কিন্তু তাঁর সঙ্গী কে হবেন? তা নিয়েই দোটানায় ভুগছে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।