কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লী সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও কোনও সমাধানসূত্র পাননি কৃষক নেতারা। এই পরিস্থিতিতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির বনধকে সমর্থনের পরে এবার বিরোধী দলের নেতারা রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাচ্ছেন। সেই সূত্র ধরেই সাম্প্রতিক অতীতে এই প্রথম বিরোধী দলের নেতারা নিজেদের মধ্যে বৈঠকেও বসছেন।
বুধবার ২৪টি রাজনৈতিক দলের হয়ে পাঁচ জন প্রতিনিধি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, এনসিপি-প্রধান শরদ পাওয়ার ছাড়াও ওই প্রতিনিধি দলে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা এবং ডিএমকে-র টি কে এস এলানগোভান। পাওয়ার বলেছেন, ‘যে সব রাজনৈতিক দল কৃষি আইনের বিরোধিতা করছে, তারা নিজেদের মধ্যে বসে, আলোচনা করে, কৃষি আইনের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেবে। তার পরেই তারা রাষ্ট্রপতির সঙ্গে বিকেল পাঁচটায় দেখা করবে।’
কৃষকদের ডাকা ভারত বনধকে প্রায় ২৪টি রাজনৈতিক দল সমর্থন করেছিল। জানা গিয়েছে এই ২৪টি দলের তরফেই এ বার রাষ্ট্রপতির কাছে কৃষি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে স্মারকলিপি পেশ করা হবে। এই ২৪টি দলের মধ্যে তৃণমূলও রয়েছে। এদিকে, এভাবে কৃষি আইনের বিরোধিতাকে সামনে রেখে ফের একবার জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হবে কি না, তা নিয়ে রাজনৈতিক স্তরে শুরু হয়েছে জোর জল্পনা।