বেফাঁস মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার। তিনি কখনও বলেন, ‘মহাভারতের সময়ে স্যাটেলাইট অস্তিত্ব’, আবার কখনও নিদান দেন, ‘শিল্প আনার থেকে গো-পালন ভালো’। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যখনই মুখ খুলেছেন বিপ্লব দেব, তখনই জন্ম নিয়েছে নতুন নতুন বিতর্ক৷ বিপাকে পড়েছে দল। আর তাই ত্রিপুরা বিজেপির অন্দরে তাঁকে নিয়ে এখন তুমুল ক্ষোভ। এমনকী মুখ্যমন্ত্রীর পদ থেকেও তাঁকে সরাতে চান একাংশ। উঠছে স্লোগান, ‘বিপ্লব হঠাও, বিজেপি বাঁচাও’। এতে বেজায় মুষড়ে পড়েছেন বিপ্লব। জানিয়েছেন, ‘জনাদেশ’ পেলে তবেই থাকবেন ক্ষমতায়। তাঁর কথায়, রবিবার একটি সভা ডেকে তিনি রাজ্যবাসী এবং তাঁর সমালোচকদের সঙ্গে কথা বলবেন। সেই সভায় যে কেউ যোগ দিতে পারবেন। সেখানেই জেনে নেবেন, আগামী দিনে নিজের পদে বহাল থাকবেন কিনা।
মঙ্গলবার আগরতলায় একটি সাংবাদিক সম্মেলনে বিপ্লব বলেন, ‘আমি চলে যাব না থাকব, এটা আপনাদের ওপর নির্ভর করছে। আপনাদের মতামত জানান। রবিবার দুপুর ২টোয় বিবেকানন্দ ময়দানে থাকব। আপনাদের মতামত হাইকমান্ডকে জানাব।’ স্লোগানে যে তিনি দুঃখ পেয়েছেন, সেকথাও জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ‘হয়তো আমার একমাত্র দোষ, আমি রাজ্যের উন্নয়ন করতে চেয়েছি। নির্বাচিত সরকারের প্রধান হিসেবে আমার মেয়াদ পাঁচ বছর। আমি কোনও সরকারি অফিসার নই যে ৩০ বছর কাজ করব।’