সেই অক্টোবরের শুরু থেকে দেশে নামতে শুরু করেছে দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। সম্প্রতি তা ৩৫-৩৬ হাজারের আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু মঙ্গলবার তা ২৬ হাজারের ঘরে নেমে এসেছিল। তবে গতকাল যে আশার আলো গতকাল দেখা গিয়েছিল, আজ তা খানিকটা হলেও স্তিমিত। কারণ ফের একধাক্কায় দৈনিক আক্রান্ত বেড়ে গেল কয়েক হাজার। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩২ হাজার ৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় সাড়ে ৫ হাজার বেশি। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৩৫ হাজার ৮৫০ জন।
অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪০২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কিছুটা বেশি। মঙ্গলবার দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৩৬০ জন। যদিও ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছে উঠেছেন ৩৬ হাজার ৬৩৫ জন। যার ফলে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ১৫ হাজার ৫৮১ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৪.৬৬ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৯০৯ জন। মোট আক্রান্তের ৩.৮৯ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।