গতকাল মেদিনীপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী। একুশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার বক্তব্য শুনতে জমায়েত করেছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যেই ছিলেন কেশপুরের পানিহাটের এক ব্যক্তি। ওই তৃণমূল কর্মীর সঙ্গে আরও প্রায় ৪০ জন এদিন হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। সভা শেষ হতেই পিকআপ ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তাঁরা।
সেই সময় মেদিনীপুর-কেশপুর রাজ্যসড়কের পাটানৌকো এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। বিষয়টি নজরে পড়তেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি একে একে প্রায় ২৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর হাসপাতালে। সেখানেই এক তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
এরপরেই দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁদের কাছে আর্থিক সাহায্য পাঠান তিনি। নিহত পরিবারের জন্য পাঠান তিন লক্ষ টাকা। গুরুতর আহত ৫ জনকে কুড়ি হাজার টাকা এবং বাকি ২০ জনকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। দলের তরফে জেলা সভাপতি অজিত মাইতি, সভাধিপতি উত্তরা সিংহরা নিহত ও আহতদের পরিবারের হাতে এই টাকা তুলে দেন। অভিষেক এই দুঃসময়ে তাঁদের সহযোগিতা করায় স্বভাবতই আপ্লুত দলীয় কর্মীরা।