দেশজুড়ে কৃষকদের ডাকে পালিত হচ্ছে ভারত বনধ। এরই মধ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষর সুরে লেখেন, মোদীজি কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন।
মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘মোদীজি, কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন! সকল দেশবাসী জানেন যে আজকে ভারত বনধ। আমি সবার কাছে আবেদন জানাচ্ছি যে এই বনধকে সমর্থন করে অন্নদাতা কৃষকদের এই সংঘর্ষকে সফল করুন।’ এদিকে এদিন কংগ্রেসের তরফে জানানো হয় যে কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন পালন করা হবে না।
এর আগে গতকাল নাম না করেই, পরিবর্তিত কৃষি আইনের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘উন্নয়নের জন্য সংস্কার খুব জরুরি৷ নতুন নির্দেশ এবং সুযোগ সুবিধার জন্য পরিবর্তন বিশেষ করে দরকার৷ বিগত শতকের আইনকে ব্যবহার করে, আগামী শতককে তৈরি করা সম্ভব নয়৷’
মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ভারত বনধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ তবে, কৃষি আইন বা কৃষকদের আন্দোলন সম্পর্কে সরাসরি তিনি কিছুই বলেননি৷ এরপরেই টুইটে মোদীকে বিঁধেছেন রাহুল গান্ধী। স্পষ্ট লিখেছেন, ‘মোদীজি কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন।’