একেই করোনার কবলে দেশ। তার ওপর কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে এই মুহূর্তে জোরদার আন্দোলন করছেন দেশের কৃষকরা। এই পরিস্থিতিতে ঘটা করে আর নিজের জন্মদিন পালন করতে চান না সোনিয়া গান্ধী। আগামীকাল, ৯ ডিসেম্বর, কংগ্রেস সভানেত্রীর জন্মদিন। তবে এ বছর কোনও রকম আড়ম্বরের পথে হাঁটতে নারাজ তিনি।
প্রসঙ্গত, চিকিৎসকদের পরামর্শে আপাতত গোয়ায় রয়েছেন সোনিয়া। দূষণ-জর্জরিত দিল্লীতে তাঁর বুকের সংক্রমণ ফের মাথাচাড়া দিতে পারে, এই সন্দেহেই তাকে রাজধানী থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। গোয়ায় সোনিয়ার সঙ্গে রয়েছেন রাহুলও। প্রতিবছর সনিয়ার জন্মদিনে যে ভাবে উল্লাসে মাতেন সমর্থকরা, যে উদযাপনের ছবিটা দেখা যায় তাঁকে ঘিরে, এবার তা থাকছে না।
বলা ভাল, সোনিয়ার নজর থাকছে রাজধানীর গতিবিধিতে। তিনমাস বিক্ষোভের পর আজ রাজধানীতে শক্তিপ্রদর্শন করছেন কৃষকরা। চলছে ভারত বনধ। এই বনধে সামিল তাঁর দল কংগ্রেসও। রয়েছে আরজেডি, তৃণমূল, টিআরএস, আপ-এর মতো দলগুলি। এই পরিস্থিতিতে কোথাকার জল কোথায় গড়ায় সেদিকেই নজর থাকবে সোনিয়ার।