মঙ্গলবার কৃষক আন্দোলনের সমর্থনে ভারত বনধে সামিল হতে সারাদিন অনশনে বসলেন আন্না হাজারে। কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। কৃষকদের এই আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন আন্না। প্রতিবাদের সমর্থনে তিনি জানান, ‘গত ১০ দিনে আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলেছে। কৃষকদের এই শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানাই।’
মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁ সিদ্ধিতে তিনি কৃষকদের সমর্থনে অনশনে বসেছেন। সেখান থেকে জানিয়েছেন, ‘আমি দেশের সকল নাগরিককে জানাচ্ছি কৃষকদের এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিন। সরকারের ওপর চাপ সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। আর তা অর্জন করার জন্য কৃষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। কিন্তু কেউ যেন অশান্তি সৃষ্টি নিয়ে করে।’ তিনি আরও জানান, ‘পথে নেমে আন্দোলন করার এটি যথার্থ সময়। তাঁদের সমস্যার সমাধান হওয়া অত্যন্ত জরুরি।’
চলতি বছরে তিনটি কৃষি আইনের প্রবর্তন করেছে কেন্দ্র। এই আইনগুলির বিরোধিতায় প্রায় দু’সপ্তাহ ধরে আন্দোলেন নেমেছেন কৃষকরা। সেই আইন প্রত্যাহারের দাবিতেই আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বহু রাজনৈতিক দল এবং দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম। কংগ্রেস, ডিএমকে, টিআরএস ও আম আদমি পার্টি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সংসদে কৃষি আইনের বিরোধিতার পুরোভাগে থাকলেও ভারত বনধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।