ফের করোনা সংক্রমণের চোখরাঙানিতে জর্জরিত বলিউড। এবার কোভিডের শিকার বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। চণ্ডীগড়ে আসন্ন সিনেমার শ্যুটিং শেষেই তাঁর শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। তাঁর শ্যুটিংয়ের সময় ছিলেন সহঅভিনেতা রাজকুমার রাও। এমনকি শ্যুটিং সেট থেকে রাজকুমার রাওয়ের সঙ্গে কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিলেন, তিনি আসন্ন সিনেমা শ্যুটিংয়ের জন্য চণ্ডীগড়ে রয়েছেন। কাজ শেষ করে শীঘ্রই মুম্বইয়ের বাড়িতে ফিরবেন।
যদিও কোভিড পজিটিভ পরীক্ষিত হওয়ার পর কৃতী সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। তবে মুম্বইয়ের পাপারাত্জিদের মতে, এক সেকেন্ডের জন্যও মুখ থেকে মাস্ক খোলেননি কৃতী।
কোভিড ধরা পড়েছে অভিনেত্রী নীতু কাপুর ও বরুণ ধাওয়ানেরও। রাজ মেহতার ‘যুগ যুগ জিও’ সিনেমার শ্যুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে একই সঙ্গে গুজব রটলেও, কোভিড নেগেটিভ এসেছে ওই সিনেমার অপর দুই তারকার। অনিল কাপুর ও কিয়ারা আদবানী জানিয়েছেন, তাঁদের টেস্টে করোনা নেগেটিভ এসেছে। তাছাড়াও এই ছবিতে কাজ করেছেন জনপ্রিয় ইউটিউবার প্রযক্তা কোলি। সম্প্রতি তাঁরা সবাই রাজ মেহতা পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু করেছিলেন। এই ছবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বরুণ, নীতু ও রাজ মেহতার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
এ বিষয়ে অনিল কাপুর জানিয়েছেন, গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তবে তাঁর টেস্টে করোনা নেগেটিভ এসেছে। তাঁর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বরুণ ধাওয়ানও ইন্সটাগ্রামে নিজের টেস্টের বিষয়ে তথ্য গোপন করেননি। জানিয়েছেন, কোভিড নিয়মাবলী মেনেই সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছিল।