অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে এ যুগের দুই সেরা ফুটবল তারকার দ্বৈরথ। আজ ভারতীয় সময় রাত দেড়টায় চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজার আগেই শুরু হয়ে গেল তাঁদের নিয়ে লড়াই। সোমবার বার্সেলোনা তাদের টুইটারে একটি ছবি তুলে দেয়। মুখোমুখি বসে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি। আকর্ষণীয় বিষয় হল, বার্সেলোনা তারকার পাশে থাকা আয়নার উপরের দিকে লেখা রয়েছে, ‘জিওএটি’ (গ্রেটেস্ট অব অল টাইম)।
দুই তারকার মধ্যে কে সেরা, তা নিয়ে তর্ক বহু দিনের। মেসি এখনও বার্সেলোনায় থাকলেও রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছেন জুভেন্তাসে। তাই অত নিয়মিত ভাবে আর দু’জনের দ্বৈরথ দেখা যায় না। এখন ভরসা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই। দেখা যাচ্ছে, ক্লাবের গায়েও তারকা-দ্বৈরথের আঁচ লেগেছে। গত ২৯ অক্টোবর তুরিনে প্রথম সাক্ষাতে জুভেন্তাসকে ২-০ গোলে হারানোর পরে বার্সেলোনা টুইট করেছিল, “আমরা গর্বিত যে, তোমরাও মাঠে দেখতে পেলে জিওএটি-কে।”
সেই বিদ্রুপ হজম করতে পারেনি জুভেন্তাস। তারাও পাল্টা টুইট করে, “তোমরা খুব সম্ভবত ভুল অভিধান দেখেছিলে। ক্যাম্প ন্যু-তে আমরা প্রকৃত জিওএটি নিয়ে যাব।” পরিসংখ্যান জানাচ্ছে, রোনাল্ডোর স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি দেওয়ার আগে স্প্যানিশ লা লিগায় দুই তারকার সাক্ষাৎ হয়েছে ৩৫ বার। মেসি জিতেছেন ১৬ বার। রোনাল্ডোর জয় ১০। বাকি ন’টি সাক্ষাৎ থেকেছে অমীমাংসিত। সোমবার সাংবাদিক সম্মেলনে এসে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান বলে যান, “গত ১০-১৫ বছর ধরে ওরাই বিশ্বের সেরা দুই তারকা। দুজনেই প্রচুর গোল করেছে। প্রচুর পুরস্কার পেয়েছে। আমাদের মতো ফুটবল পিপাসুদের কত সুন্দর সন্ধ্যা ওরা উপহার দিয়েছে। মেসি-রোনাল্ডোর মধ্যে কে ভাল, তার কোনও উত্তর হয় না।”