ভারতে 5G সার্ভিস শুরু করবে জিও। যা হতে চলেছে ২০২১-এর প্রথমার্ধেই। মঙ্গলবার চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সেই ঘোষণাই করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ২০২১ সালের প্রথমার্ধের মধ্যেই ভারতে জিও 5G নেটওয়ার্ক চালু হয়ে যাবে।
‘এই মুহূর্তে বিশ্বের ডিজিট্যালি কানেক্টেড কয়েকটি দেশের মধ্যে সেরা ভারত। তাই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খুব সস্তায় এবং ভারতের সমস্ত জায়গার উপলব্ধ হওয়ার মতো 5G পরিষেবা শীঘ্রই নিয়ে হাজির হচ্ছে Jio। আমি দেশের টেলিকম ইউজারদের আশ্বাস দিয়ে বলতে পারি যে, ২০২১ সালের সেকেন্ড হাফ থেকেই ভারতে 5G বিপ্লব শুরু হয়ে যাবে। আর তার পথ প্রদর্শক হবে Jio। দেশের ডেভেলপড নেটওয়ার্ক, হার্ডওয়্যার এবং টেকনোলজি ব্যবহার করেই এদেশে 5G নেটওয়ার্ক চালু করবে Jio’, চতুর্থ মোবাইল কংগ্রেসে সদর্পে ঘোষণা করলেন মুকেশ আম্বানি। উল্লেখ্য, গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে স্বল্প দামে স্মার্টফোনও বাজারে আনতে চলেছে জিও।
ভারতে 5G পরিষেবা দ্রুত শুরু করার প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে জিও। স্যামসাং, কোয়ালকম ইত্যাদি বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে তারা। জুলাইয়ে ৪৩ তম বার্ষিক মিটিংয়ে মুকেশ জানিয়েছিলেন, খুব শীঘ্রই এর ট্রায়াল শুরু করবে জিও।
কোয়ালকম 5G সামিটে কোয়ালকম টেকনোলজিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার দুর্গা মাল্লাড়ি জানিয়েছিলেন, “গোটা দুনিয়ায় 5G পরিষেবা ছড়িয়ে দেওয়াটাই আমাদের। লক্ষ্য। এজন্যই রিলায়েন্সের সঙ্গে যুক্ত হয়েছি আমরা। সম্প্রতি প্রতি সেকেন্ডে এক গিগাবাইটের মাইলস্টোন ছুঁয়েছি আমরা। ভবিষ্যতে রিলায়েন্সের সঙ্গে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে।” রিলায়েন্স জিওর ইনফোকম প্রেসিডেন্ট ম্যাথু ওমেনের মতে, কোয়ালকমের 5G রেডিও অ্যাকসেস প্ল্যাটফর্মের সঙ্গে জিওর 5G রেডিও অ্যাকসেস প্ল্যাটফর্ম যুক্ত হলে আরো শক্তিশালী ডিজিট্যাল প্ল্যাটফর্ম তৈরি হবে, যা আরো সুবিধাজনক।