করোনার গ্রাসে এবার ভারতের ব্যাডমিন্টন তারকারা। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে পারুপল্লি কাশ্যপের। তবে তাঁর স্ত্রী তথা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের রিপোর্ট নেগেটিভ। গুরুসাইদত্ত, এইচ এস প্রনয়, প্রণব জেরি চোপড়ার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা প্রত্যেকেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র নিয়মানুসারে এই মুহুর্তে আইসোলেশনে রয়েছেন।
সম্ভবত, আজ সোমবার দিন ফের তাঁদের পরীক্ষা করা হবে। ডাক্তারদের মতে, অনেক সময়ই প্রথমবারের রিপোর্ট ভুল আসে। তাই দ্বিতীয় রিপোর্ট হাতে পেলে তবেই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে।
হায়দ্রাবাদের গোপীচাঁদ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, কিছু খেলোয়াড়ের মধ্যে কিছুদিন আগে হালকা উপসর্গ দেখা যায়। তাই আরটি-পিসিআর টেস্ট করানো হয়। ২৫ নভেম্বর গুরুসাইদত্ত বিয়ে করেছেন। গোপীচাঁদ অ্যাকাডেমির বাকি খেলোয়াড়রা সেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।