অক্টোবরের শুরু থেকে দেশে নামতে শুরু করেছিল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। সম্প্রতি তা ৩৫-৩৬ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। এই ক’দিনে সংক্রমণের হারও রয়েছে সাড়ে ৩ শতাংশের নীচে। তবে এরই মধ্যে এবার দেশে মোট আক্রান্ত ৯৬ লক্ষ ছাড়াল। পাশাপাশি দৈনিক মৃত্যু আজও ৫০০ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৯৬ লক্ষ ৮ হাজার ২১১ জন। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩.১৭ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৩৯ হাজার ৭০০ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫১২ জন। তবে ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা শুরু থেকেই বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত দেশে মোট ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ৯৪ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ৩৯৩ কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৬৮৯ জন।