যেন এক অদ্ভুত দেজাভু! ঠিক ১৪ বছর আগে আজকের দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের কৃষকদের দাবীকে সমর্থন জানিয়ে শুরু করেছিলেন আন্দোলন৷ ২৬ দিনের সেই অনশন এখনও ভোলেনি বাংলার মানুষ ও রাজনৈতিক মহল। বর্ষপূর্তিতে আরও একবার কৃষকদের হয়ে আন্দোলন ও প্রতিবাদের ব্যাটন হাতে তুলে নিলেন মমতা৷ কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে পথে নামছে তাঁরা, এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
বৃহস্পতিবারই টুইটারে মমতা ঘোষণা করেছিলেন, নতুন কৃষি আইন প্রত্যাহার না হলে রাজ্য এবং দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস৷ আর বৃহস্পতিবারই দিল্লী-হরিয়ানা সীমান্তে অবস্থানকারী কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক সংগঠনের নেতাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শুধু কৃষি আইনই নয়, একের পর এক পিএসইউ বিক্রি করে দেওয়ার প্রতিবাদেও কোল ইন্ডিয়ার সামনে বিক্ষোভ কর্মসূচী রয়েছে তৃণমূলের৷ যার পুরোভাগে রয়েছেন বেচারাম মান্না ও পূর্ণেন্দু বসু। উল্লেখ্য, এই দুই নেতা সিঙ্গুর আন্দোলনের সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
কেন্দ্রীয় সরকারের এই কৃষি আইনের বিরুদ্ধে আগেও প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তেমন সুরাহা মেলেনি এখনও। দেশজুড়ে এ নিয়ে টানাপোড়েন অব্যাহত। কৃষকরা কবে স্থায়ী সমাধান পাবেন, তা নিশ্চিত নয় এখনও। ফলত প্রতিবাদ জোরালো হয়ে উঠছে আরও। এমতাবস্থায় প্রকাশ্যে পথে নেমে প্রতিবাদ কর্মসূচী নিলেন তৃণমূল সুপ্রিমো৷ আহ্বান জানালেন বাংলার নাগরিকদের, এই আইনের বিরুদ্ধে সোচ্চার হতে। গান্ধীমূর্তির নীচে ৮ থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ৷ আর ১০ তারিখে হাজির থাকবেন স্বয়ং দলনেত্রী।