গত দু’দিনেই পরিষ্কার, শুভেন্দু অধিকারী আর “একসঙ্গে কাজ” করতে রাজি নয়। তাই তিনি তো বটেই, তাঁর অনুগামীদেরও আর দলে রাখতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দলীয় বৈঠক থেকে তিনি তাৎপর্যপূর্ণভাবে দলবিরোধী কাজ করছে, এমন নেতাদেরকে চিহ্নিত করে তড়িঘড়ি দল থেকে বের করে দেওয়ার কাজটা দিলেন শিশির অধিকারীকেই।
শুভেন্দুর পিতা তথা কাঁথির সাংসদকে তিনি নির্দেশ দেন, ”নন্দীগ্রাম ও কাঁথি ব্লকের তৃণমূলের সভাপতি বদল করে দিন। যারা দলবিরোধী কাজ করছে, এক মুহূর্ত সময় নষ্ট না করে দল থেকে বের করে দিন। দলবিরোধী কাজ করছে এমন কাউকে ধরে রাখা যাবে না। যাঁরা সাহস করে থাকতে চান, থাকুন। যাদের সাহস হবে না, লুটেরাদের দলে চলে যান। ১ জন চলে গেলে তৃণমূলে ১ লক্ষ সম্পদ তৈরি হবে।”
দলনেত্রীর এই বক্তব্যের পর আর বুঝতে বাকি নেই যে ঠিক কোনদিকে তাঁর ইঙ্গিত। এদিনের বৈঠকে তিনি সকলকে আরও একবার মনে করিয়ে দেন, দলে নতুন পুরনো সবারই গুরুত্ব আছে। সবাই হাতে হাত মিলিয়ে ভোটের লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। যারা গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় পাচ্ছেন, তাঁদের দল থেকে চলে যাওয়ার নির্দেশই দিলেন নেত্রী।