বিশ্বজুড়ে লকডাউনের জেরে কয়েক মাস আগে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামে রেকর্ড পতন হয়েছিল। তার পর ধীরে ধীরে লকডাউন যত কমেছে, দাম বাড়তে শুরু করেছে। তবু এ মাসের ১৯ তারিখ পর্যন্ত প্রায় স্থিতিশীল ছিল ভারতীয় বাজারে তেলের দাম। কিন্তু গোটা দেশের নজর যখন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে হওয়া কৃষক বিক্ষোভের দিকে, তখন সেই সুযোগেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। শুধুমাত্র গত ১৩ দিনেই দাম বেড়েছে ১০ বার।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এখন প্রতিদিন পেট্রোল, ডিজেল ইত্যাদির দাম পরিমার্জন করে তেল কোম্পানিগুলি। এর আগে টানা ৪৮ দিন অপরিবর্তিত রাখার পরে গত ২০ নভেম্বর থেকে ফের পেট্রোল ও ডিজেলের দর পরিবর্তন হয়েছে। এর পর থেকে দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতিদিন তেলের দাম বাড়ছিল। তবে গত সোম ও মঙ্গলবার তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। কিন্তু বুধবার থেকে ফের দাম বাড়তে শুরু করল। এদিন প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ১৫ পয়সা। আর ডিজেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরিমাণ ২৫ পয়সা। কলকাতা-সহ প্রতিটি মেট্রো শহরেই এদিন জ্বালানির দাম বেড়েছে। এদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় করের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দর বিভিন্ন। ভারতের বৃহত্তম রিটেইল তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পরিসংখ্যান অনুসারে, বৃদ্ধির পরে বুধবার, দিল্লীতে ডিজেলের দাম হয়েছে ৭২ টাকা ৬৫ পয়সা, মুম্বইয়ে ৭৯ টাকা ২২ পয়সা, চেন্নাইতে ৭৮ টাকা ৬ পয়সা এবং কলকাতায় ৭৬ টাকা ২২ পয়সা। অন্যদিকে, পেট্রোলের দাম হয়েছে কলকাতায় ৮৪ টাকা ০২ পয়সা, দিল্লীতে ৮২ টাকা ৪৯ পয়সা, মুম্বইয়ে ৮৯ টাকা ১৬ পয়সা এবং চেন্নাইতে ৮৫ টাকা ৪৪ পয়সা।