মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ, কোভিডবিধির নামে মানুষের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাই এবার থেকে উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানের জন্য আর পুলিশ বা প্রশাসনের লিখিত অনুমতির প্রয়োজন পড়বে না। প্রশাসনকে মৌখিক জানিয়েই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা যাবে। বৃহস্পতিবার নিজেই এই ঘোষণা করেন যোগী আদিত্যনাথ।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে উত্তরপ্রদেশে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য এতদিন স্থানীয় থানা বা প্রশাসনের থেকে লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু বৃহস্পতিবার লখনউয়ের বাসভবনে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর যোগী ঘোষণা করেন, ‘কোভিডবিধির নামে মানুষের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’
উল্লেখ্য, গত সোমবারই বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন গাইডলাইড প্রকাশ করে যোগী সরকার। করোনা সংক্রমণের কথা মাথার রেখে অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০-র মধ্যে বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই গাইডলাইনে পরিষ্কার করে বলে ছিল না যে, ১০০ জনের তালিকায় ডিজে বা ব্যান্ডের সদস্যরাও থাকতে পারবেন কিনা। এবার যোগী ঘোষণা করেন, ডিজে বা ব্যান্ড সদস্যদের অতিথি তালিকার বাইরে রাখা হবে।