সকাল থেকেই বাংলায় বামেদের ডাকা ধর্মঘটের কড়া মোকাবিলা করেছে কলকাতা পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাঁরা। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হয়েছে ঠিকই, তবে সেটাও কড়াহাতেই দমন করেছে পুলিশ বাহিনী। কিন্তু এরমধ্যেই শহরে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পথে নেমেছিল বামেদের ‘বন্ধু’ বিজেপি। আজ দক্ষিণ শহরতলির তারাতলায় বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে বাঁধলো ধুন্ধুমার।
রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। পুলিশের লাঠির ঘায়ে বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ। মাঝেরহাট সেতু নির্মাণে কেন দেরি হচ্ছে? অবিলম্বে মাঝেরহাট সেতু খুলতে হবে। এই দাবিতেই আজ তারাতলায় জমায়েত করেন বিজেপি কর্মীরা। তারাতলা মোড়ের এক পাশ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল কৈলাস বিজয়বর্গীয়র। কিন্তু বিজয়বর্গীয় এসে উপস্থিত হওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জসি বিক্ষোভ তুলতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ব্যাপক গোলমাল বাঁধে তারাতলায়। অভিযোগ, পুলিশের উপর ইট বৃষ্টি করতে শুরু করেন বিক্ষোভকারীরা। তারপরই পুলিশ পাল্টা লাঠিচার্জ করতে শুরু করে। পুলিশের লাঠির ঘায়ে বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ। আহদের মধ্যে এক মহিলা বিজেপি কর্মীও আছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। সবমিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে।