রাজ্য থেকে জঙ্গীরা ধরা পড়ছে। বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে গেছে। বীরভূমের সিউড়িতে চা চক্রে যোগ দিয়ে এমনই বেলাগাম মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় পরিষ্কার জানালেন, ‘বাংলাকে পছন্দ না হলে তিনি কাশ্মীরে চলে যেতে পারেন।’
বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি স্পষ্ট বলেন, ‘এই পাগলের মতো মন্তব্যের আমি আর কী জবাব দেব! দিলীপ ঘোষের যদি পছন্দ না হয়, যদি বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে গিয়ে থাকে, তবে তিনি চলে যাক কাশ্মীরে। এখানে থাকার দরকার নেই।’
এদিন দিলীপ ঘোষকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তুলনা করেছেন সৌগত রায়। তাঁর কথায়, ‘দিলীপ ঘোষের কথার সঙ্গে কঙ্গনার কথার হুবহু মিল দেখছি। কঙ্গনা বলেছিল, মুম্বই পিওকে–র (পাক অকুপায়েড কাশ্মীর) মতো হয়ে গিয়েছে। তাঁকে তখন সবাই বলেছিল মুম্বই ছেড়ে চলে যেতে। আমিও দিলীপ ঘোষকে বলতে চাই, আপনি বাংলা ছেড়ে যেখানে ইচ্ছে চলে যান। যেখানে বিজেপি আছে চলে যান সেখানে।’
সৌগত রায়ের মতে, ‘আসলে বিজেপি একটা গল্প ফাঁদার চেষ্টা করছে। গল্পটা হল যে বাংলা সন্ত্রাস কবলিত আর এই রাজ্যকে বাঁচাতে পারে একমাত্র বিজেপি। এই ফন্দির বিরুদ্ধে আমরা সোচ্চার। আর দিলীপ ঘোষের বক্তব্যকে আমরা বাতিল করছি।’
এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটা একটা অত্যন্ত আপত্তিকর মন্তব্য। আমার মনে হয়, এটা রাজনৈতিক চাপ থেকে দিলীপ ঘোষকে করতে হচ্ছে। কে কত খারাপ কথা বলবে, এই নিয়ে প্রতিযোগিতা চলছে বিজেপি–র নেতাদের মধ্যে। আইনশৃঙ্খলার নিরিখে যদি এই কথা বলে থাকেন তবে তা অত্যন্ত আপত্তিকর। আদি এবং তৎকাল বিজেপি নেতাদের ঝামেলা ঠেকাতে একঝাঁক পরিযায়ী বিজেপি-কে বাংলায় আমদানী করতে হয়েছে। এই চাপ থেকে নিজেকে বাঁচাতে তিনি এই উগ্রতা দেখিয়ে বাংলা সম্পর্কে খারাপ কথা বলেছেন।’