কলকাতায় পৌঁছে গেল করোনার সম্ভাব্য টিকা কোভ্যাকসিন। মঙ্গলবার গভীর রাতে হায়দ্রাবাদ থেকে বিমানে কলকাতা আসে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ১০০০ টি ডোজ। বাংলায় ভ্যাকসিন ব্যবস্থাপনা ও বিপণনের দায়িত্বে নাইসেড।
সূত্রের খবর, রাজ্যে ডিসেম্বর মাসের শেষ নাগাদ হিউম্যান ট্রায়াল শুরু করবে নাইসেড। চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এজন্য ১০০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।
নাইসেড সূত্রে খবর, কোভ্যাকসিনকে রাখতে হয় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেই ব্যবস্থা করা হয়েছে।