দেশের মেয়েদের অগ্রগতির জন্য একের পর এক প্রকল্প আনছে কেন্দ্র। এদিকে বিজেপি শাসিত যোগী রাজ্যেই অনাচার। কন্যা সন্তানে আপত্তি। এই কারনেই এক চরম নৃশংসতার সাক্ষী রইল উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশের রাজধানী থেকে ৮৫ কিলোমিটার দূরের মীরাটের ঘটনা। অভিযোগ, সদ্যোজাতের বাবা-মা তিনটি বস্তার মধ্যে ভরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিলেন। যাতে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। আবার উত্তরপ্রদেশের তীব্র ঠান্ডায় তার মৃত্যুও হতে পারত। কিন্তু সেই শিশুটি মারা যায় নি।
রাস্তার ধার থেকে শিশুর তীব্র কান্নার আওয়াজ শুনতে পান পথচারীরা। সেই শব্দ শুনেই বস্তার ভিতর থেকে ওই একরত্তিকে উদ্ধার করেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।
কিছুদিন আগেই দেশজুড়ে মাতৃশক্তির আরাধনা হল। দেশের মেয়েদের অগ্রগতির জন্য একের পর এক প্রকল্প আনছে কেন্দ্র ও রাজ্য সরকার। কিন্তু তাতে কি! আজও জন্মের পর মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সদ্যোজাত শিশুকন্যাকে। স্রেফ কন্যা সন্তানে আপত্তি।
মীরাট পুলিশের তরফে জানানো হয়েছে, শতাব্দিনগরের রাস্তার পাশে সদ্যোজাত কন্যা পড়েছিল। পথচারীদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সে। সুস্থই রয়েছে সে।