কয়েক বছর আগে অশোকনগর থানা এলাকায় হাবড়া-নৈহাটি সড়কের কাছে বাইগাছি মৌজায় কৃষি ও জলাজমিতে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খননের কাজ শুরু করেছিল ওএনজিসি। সম্প্রতি ওই পাইলট প্রকল্পে তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান পেয়েছে তারা। আর তারপরেই শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ। তবে এবার ওএনজিসি-তে স্থায়ীভাবে চাকরি এবং কৃষকদের কাছ থেকে নেওয়া জমির ন্যায্য মূল্য পাওনার দাবিতে কৃষকদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধের জেরে উত্তাল হয়ে উঠল অশোকনগর।
উত্তর ২৪ পরগনার অশোকনগর ওএনজিসি যে জমিতে তৈল ভান্ডার খুঁজে পেয়েছে, সেই জমি দাতাদের ন্যায্য মূল্য দেওয়া হয়নি এবং কোনও স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। সোমবার এই ঘটনার প্রতিবাদে অশোকনগরে ওএনজিসির অধিগৃহিত জমির সামনে হাবরা-নৈহাটি রোডে এদিন সকাল থেকে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে জমির মালিকরা তাঁদের ন্যায্য দাবী এবং স্থায়ী চাকরির আশায় বিভিন্ন দফতরে হাজির হচ্ছেন। কিন্তু কোনও সুরাহা মিলেনি।
এদিন কৃষকদের ওই বিক্ষোভ কর্মসূচীতে দেখা যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভা প্রাক্তন পৌর প্রধান তথা বর্তমান পৌরবোর্ডের সদস্য তৃণমূল নেতা সমীর দত্তকে। এছাড়াও কৃষক ও কৃষকের পরিবারের কয়েকশো মানুষ বিক্ষোভ দেখান নৈহাটি রোডের ওপর। গ্রামবাসীরা বলেন, তাঁরা খুবই খুশি অশোকনগর থেকে খনিজ তেল ও গ্যাস উৎপাদন হচ্ছে। কিন্তু তাঁদের জমির ন্যায্য মূল্য ও জমিদাতাদের পরিবারপিছু ন্যূনতম একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। এদিন প্রথমে ওএনজিসি গেটের সামনে বিক্ষোভ দেখালেও পরে হাবরা নৈহাটি রোডে উপর বসে পড়ে বিক্ষোভ এবং অবরোধ করেন কৃষকরা।