জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সোমবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের গুলিতে নিহত হল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। বিএসএফের দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল।
বিএসএফ সূত্রে খবর, সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে সাম্বার চক ফকির সীমান্ত ফাঁড়িতে। আন্তর্জাতিক সীমান্তে এক ব্যক্তির গতবিধি সন্দেহজনক মনে হয়। পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই ব্যক্তি। বিএসএফ চ্যালেঞ্জ জানানোর পরেও ওই ব্যক্তির মধ্যে কোনও হেলদোল ছিল না। তার পরেই গুলি চালানো হয়।
বিএসএফের অফিশিয়াল রিলিজে বলা হয়েছে, ২৩ নভেম্বর সন্ধে সাড়ে ৬টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনী লক্ষ্য করে এক পাকিস্তানি নাগরিক বিপি নম্বর ৬৬ ক্রসিংয়ের কাছে সন্দেহজনক ঘোরাফেরা করছেন।
আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিএসএফের দেওয়া কাঁটাতার ভেদ করে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিএসএফ সতর্ক করা সত্ত্বেও তা উপেক্ষা করে ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া বরাবর হাঁটতে থাকেন। বারবার সতর্ক করেও ওই পাকিস্তানি নাগরিককে বিরত করা যায়নি। উলটে কাঁটাতার ডিগিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই বিএসএফ গুলি চালালে, ওই পাকিস্তানি নিহত হন।
প্রসঙ্গত, রবিবারই ১৫০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পায় বিএসএফ। এর আগেও এমন সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। বিএসএফের ধারণা, নগরোটায় নিহত জঙ্গীরা ওই সুড়ঙ্গ দিয়েই জম্মুতে অনুপ্রবেশ করেছিল।