রাজ্যে আগেই শুরু হয়েছে শীতের ইনিংস। আজ আরও কমল কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। রাত নামতেই হু হু করে বোঝা যাচ্ছে ঠান্ডা।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭. ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। তা সামান্য কমে আজ ১৫.৪ ডিগ্রি।
দিন ও রাতের তাপমাত্রা একসঙ্গে নামতে শুরু করলেই শীতের পথ আরও প্রশস্ত। এবার শুধু রাতে নয়, দিনেও শীতের আমেজ পাওয়ার অপেক্ষা। এবার একথা বলাই চলে দীর্ঘ অপেক্ষার পরে শীত আসছে বঙ্গে।