গত সপ্তাহেই ‘গোমাতা’দের রক্ষার জন্য গরু মন্ত্রীসভা গঠন করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানিয়েছিলেন, ‘রাজ্যে গরুদের রক্ষা ও তাদের বৃদ্ধির জন্য গরু মন্ত্রীসভা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ দফতর এই গরু মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবে।’ এবার গোশালা চালানোর জন্য অতিরিক্ত কর বসানোর পরিকল্পনা করছে তাঁর সরকার। রবিবার শিবরাজ নিজেই এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
রবিবার গোপাষ্টমীর দিন দুপুরে আগর মালওয়ার গরু স্যাংচুয়ারিতে গরু মন্ত্রীসভার প্রথম বৈঠক হয়। সেখানে সভাপতিত্ব করেন শিবরাজ সিং চৌহান। তারপরে তিনি বলেন, গোশালাগুলি এবার সরকার চালাবে। এই কাজে বিভিন্ন সামাজিক সংস্থা ও সেলফ হেল্প গ্রুপ সরকারকে সাহায্য করবে। এই কাজের জন্যই অতিরিক্ত ফান্ডের প্রয়োজন পড়বে। এই ফান্ড গরুর জন্য করের মাধ্যমে নেওয়া হবে। শিবরাজ আরও বলেন, ‘আমি ভাবছি গোমাতাদের দেখভাল ও গোশালা চালানোর জন্য টাকা তুলতে কিছু কর চালু করব।’
তাঁর কথায়, ‘আমরা প্রথম রুটি গরুকে খাওয়াই। ঠিক সেভাবেই আমরা শেষ রুটি কুকুরকে খাওয়াই। এভাবেই পশুদের দিকে নজর রাখা আমাদের ভারতীয় সংস্কৃতি, যেটা আসতে আসতে মুছে যাচ্ছে। তাই আমরা ভাবছি গরুর জন্য কিছু ছোট ছোট কর মানুষের কাছ থেকে নেব।’ রবিবার একটি ভার্চুয়াল বৈঠকে শিবরাজ সিং চৌহান ও তাঁর গরু মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকায় গরুর ওপর নির্ভর করে অর্থনীতির উন্নতির জন্য একটি রিসার্চ সেন্টার তৈরি করা হবে।