আইএসএলের প্রথম ম্যাচে জয়ের পর কিছুটা স্বস্তিতে এটিকে মোহন বাগান শিবির। শনিবার ফুটবলারদের বিশ্রাম দেন কোচ হাবাস। রবিবার সন্ধ্যায় স্প্যানিশ কোচ প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করান। এদিন তিনি বেশ ওয়ার্কলোড দেন খেলোয়াড়দের। সোমবারও ওয়ার্কলোডের পরিমাণ আরও একটু বাড়বে। পরের দিন থেকে ওয়ার্কলোড কিছুটা কমানো হবে। এটিকে মোহন বাগানের সাপ্তাহিক সূচি অন্তত তাই বলছে। ডার্বির আগে মাঝমাঠে বোঝাপড়া বাড়ানোই লক্ষ্য স্প্যানিশ কোচের। কেরালা ম্যাচ থেকেই সেই শিক্ষা নিয়েছেন হাবাস।
কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে এটিকে মোহন বাগানের কোচ বলেছেন,‘আমি রোটেশন প্রথায় বিশ্বাসী। তাই দল জিতলেও প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে।’ তাই শুক্রবারের ম্যাচে রয় কৃষ্ণার পাশে চেনা জুটি ডেভিড উইলিয়ামসের খেলার সম্ভাবনাই বেশি। এডু গার্সিয়া হয়তো পরিবর্ত হিসেবে মাঠে নামবেন।
এর মধ্যেই রবিবার মুম্বইয়ে অস্ত্রোপচার হল জবি জাস্টিনের। তিন সপ্তাহ আগে এটিকে মোহন বাগানের প্র্যাকটিসে তিনি ‘এসিএল’ লিগামেন্টে চোট পান। অস্ত্রোপচারের আগে ক্লাবের ফিজিও তাঁকে কিছুটা নির্দিষ্ট ব্যায়াম করান। তারপর তিনি অস্ত্রোপচার করান মুম্বইয়ে। জবি জাস্টিনের পক্ষে চলতি আইএসএলে খেলা কঠিন।
কেরালা ম্যাচের সেরা ফুটবলার রয় কৃষ্ণা বলেছেন, ‘ভারতে প্রায় দেড় বছর ফুটবল খেললেও কোনও দিন ডার্বি খেলিনি। বড় ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। গত বছর আই লিগের ডার্বির দিন স্টেডিয়ামের উপর দিয়ে এক চিকিৎসকের চেম্বারে যাচ্ছিলাম। তার আগের দিন মুম্বই সিটি এফসি ম্যাচে আঘাত পেয়েছিলাম। সল্টলেক স্টেডিয়ামে দারুণ জ্যামজটে পড়েছিলাম। মাঠের বাইরে প্রচুর সমর্থক। স্টেডিয়ামে থাকা দুই প্রধানের সমর্থকদের উদ্দীপনা কতটা হতে পারে তা উপলব্ধি করেছিলাম। করোনাকালে এবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে। তাই সমর্থকদের প্রতি আবেদন, বাইরে থেকে সমর্থন করুন। উৎসাহ দিন। ম্যাচটি জিততে চাই। কেরলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে আমার স্ত্রী নাজিয়ার। কোয়ারেন্টাইনে থাকার সময়ে অবসাদ কাটাতে নানা পরামর্শ দিয়েছে সে। নিয়মিত ফোন করেছে। গোয়ায় যখন খেলা হচ্ছে তখন ফিজিতে রাত দুটো। গোটা পরিবার বসে ছিল টিভির সামনে। আগামী শুক্রবারও থাকবে। ওদের মুখে হাসি ফোটাতে চাই। এটাই আমার মোটিভেশন হিসেবে কাজ করবে।’