করোনা আবহেই ভারতকে ক্রমাগত আক্রমণ করছে পাকিস্তান। কোনও কারণ ছাড়া প্রতিদিনই জম্মু ও কাশ্মীর সীমান্তের ওপার থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুঁড়ছে। তবুও স্বভাব বদলাচ্ছে না ইসলামাবাদের। অন্যদিনের মতো শনিবার ভোর থেকে ফের সীমান্তে গোলাগুলি ছুঁড়তে শুরু করেছে তারা। এর ফলে এখনও পর্যন্ত একজন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন।
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। এর ফলে একজন সেনা জওয়ান শহীদ হয়েছেন। পালটা কড়া জবাব দিচ্ছে ভারতও। তবে এখনও পর্যন্ত এর ফলে পাকিস্তানের কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।
ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট দেবেন্দর আনন্দ জানান, “শনিবার রাত ১টা নাগাদ রাজৌরির প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত নৌসেরা সেক্টরের লাম এলাকায় আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। গুলি চালানোর পাশাপাশি মর্টার ছুঁড়তে আরম্ভ করে। এর ফলে সেখানে কর্তব্যরত ভারতীয় সেনার এক হাবিলদার সোলাঙ্কি পাটিল শহীদ হয়েছেন”।