রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে আদালতের নির্দেশে এ বার আর ছটপুজোর কোনও আয়োজন করা যাবে না। কিন্তু তার জন্য পুজো তো আটকে থাকবে না। সেই কারণেই কলকাতার নানা প্রান্তে তৈরি করা হল কৃত্রিম জলাশয়। শহর জুড়ে প্রায় দেড় হাজার কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে এবারের ছট পুজোর জন্য। মাটি খুঁড়ে, ইটের পাঁচিল গেঁথে কোথাও চার ফুট, কোথাও ছ’ফুট গভীর এই কৃত্রিম জলাশয়গুলি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এক জন মানুষের কোমর সমান জল থাকে।
এই বারের আয়োজন গত বছরের থেকে বহরে অনেকটাই বেশি। কারণ, এক দিকে রয়েছে করোনার চিন্তা, অন্য দিকে থাকছে পরিবেশ সংক্রান্ত ভাবনা। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক স্থানে এই জলাশয় তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন, এই বছর যাতে করোনা স্বাস্থ্যবিধি মেনে, আদালতের নির্দেশ মতোই সুষ্ঠুভাবে ছটপুজো পালন করা হয়।
শুক্রবার সকাল থেকে যে ছবিটা দেখা গেল, তাতে রবীন্দ্র সরোবরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও সহজে তা প্রশমিত হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনেছেন বেশির ভাগ মানুষ। শহরের গড়চা রোডের আশেপাশে বেশ কয়েকটি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। আমরি ঢাকুরিয়ার কাছেও তৈরি হয়েছে একটি জলাশয়। সেখানেও অনেককে পুজো দিতে দেখা যায়। অন্য দিকে, সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় তৈরি হয়েছে পণ্ডিতিয়া রোডের তেঁতুলতলা মাঠে। এখানে প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমারের তত্ত্বাবধানে ছ’ফুট উঁচু পাঁচিল দিয়ে এটি তৈরি করা হয়েছে।