জানুয়ারিতেই কারামুক্ত হচ্ছেন তামিলনাড়ুর বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী তথা প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার একদা ঘনিষ্ঠ ভি কে শশিকলা। বুধবার বেঙ্গালুরুর আদালতে ২০১৭ সালে দায়ের হওয়া এক আর্থিক দুর্নীতি মামলায় তাঁর আইনজীবীরা ১০ কোটি টাকা জরিমানা জমা দেওয়ার পরে এই সম্ভাবনা দেখা দিয়েছে।
এতে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতায়নের প্রেক্ষিতে বড়সড় রদবদল ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের এপ্রিল-মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এআইএডিএমকে-তে এখনও রয়ে যাওয়া তাঁর অনুগামীদের সমর্থন পাওয়ার উদ্দেশেই মুক্তির ব্যবস্থা করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাই পালানিস্বামী অবশ্য বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার মতে, এতে কিছুই বদলাবে না।’ আর্থিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে আদালতের নির্দেশে ৪ বছরের কারাদণ্ড ভোগ করতে আপাতত পারাপ্পানা অগ্রহারে বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রয়েছেন শশিকলা। পাশাপাশি, ওই মামলার রায়ে তাঁর ১০ কোটি টাকা জরিমানা হয়, অনাদায়ে আরও ১৩ মাস জেলবাস হত প্রাক্তন নেত্রীর।