বার্সেলোনার মত বিশ্বখ্যাত ক্লাবে ‘বিশেষ কাউকে’ খুশি করার মতো করেই অনুশীলন করা হয়। এবং সেই বিশেষ জন অর্থাৎ লিওনেল মেসি নাকি বার্সেলোনায় একেবারেই পরিশ্রম করেন না। আর্জেন্টিনীয় মহাতারকার বিরুদ্ধে এবার এমনই মারাত্মক অভিযোগ এনেছেন ক্লাবের আরেক তারকা আঁতোয়া গ্রিজম্যানের কাকা এমানুয়েল লোপেজ।
গত বছর আতলেটিকো মাদ্রিদ ছেড়ে গ্রিজম্যান সই করেন বার্সেলোনাতে। তাঁর এজেন্ট, যিনি সম্পর্কে গ্রিজম্যানের কাকা, তিনি বলেন, “গ্রিজম্যান বুঝে গিয়েছিল প্রথম ৬ মাস ওর পক্ষে ভাল ফল করা সম্ভব নয়, কিন্তু সেটা যে সারা বছর চলবে বুঝতে পারিনি।” এর পর তিনি যোগ করেন, “আমি জানি ক্লাবের মধ্যে কী চলছে। মেসি বার্সাতে খুব একটা পরিশ্রম করে না। আর অনুশীলনও এমন ভাবে হয়, যেখানে বিশেষ কিছু মানুষকে খুশি করলেই চলে। যখন তুমি কাজ করতে চাও না, তখন এটা বেশ ভাল।”
উল্লেখ্য, এই অভিযোগের সময় আর্জেন্টিনার হয়ে খেলতে ব্যস্ত ছিলেন লিওনেল মেসি। এরপর বার্সেলোনাতে ফিরে তিনি বলেন, “ক্লাবের সকলের সমস্যা আমাকে নিয়ে। আমি এখন ক্লান্ত। ১৫ ঘণ্টা ফ্লাইটের ধকল সামলে এসেই আমাকে এখানে বসতে হয়েছে আয়করের ঝামেলা সামলাতে।” প্রসঙ্গত, এই বছরই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু চুক্তি থাকায় তা সম্ভব হয়নি।