ফের একবার বোমাবাজি ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা। এবার জগদ্দলে এক তৃণমূল কর্মীকে চপার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এছাড়া এলাকায় ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, সোমনাথ সোমের অনুগামী হওয়ায় অশোক সাউ নামের এক দুষ্কৃতী ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আকাশকে। তারপরে বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে তারা। তৃণমূলের স্থানীয় টাউন প্রেসিডেন্ট সোমনাথ সোমের বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আকাশকে খুন করেছে।
বুধবার গভীর রাতে জগদ্দলের পালঘাট রোডে এই ঘটনা ঘটে। আকাশ প্রসাদ নামের ২৪ বছরের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।