অক্টোবরের শুরু থেকেই দেশে নামতে শুরু করেছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। মাঝে দু’ একদিন তা বেড়ে ৫০ হাজার পেরোলেও বেশিরভাগ দিনই গ্রাফ নামতে থাকে। তবে এবার হঠাতই ছন্দপতন ভারতের কোভিড পরিসংখ্যানে। একধাক্কায় অনেকটাই বাড়ল নতুন সংক্রমণ। ৪ দিন পর দৈনিক মৃত্যুও ৫০০ ছাড়িয়েছে। সঙ্গে অল্প হলেও বেড়েছে সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৩ জন। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার হয়েছে ৪.৪৩ শতাংশ।
অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৫৭৪ জন।তবে আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধির মধ্যেই স্বস্তিদায়ক দেশের সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে মোট ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের সাড়ে ৯৩ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৯৩ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৩ হাজার ৫০২। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন।