চোট সারিয়ে প্র্যাকটিসে নেমে পড়লেন ভারতীয় টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে ক্রোড়পতি লিগ থেকে ছিটকে দেয়। সানরাইজার্সের হয়ে এলিমিনেটরে তিনি খেলতে পারেননি। তাই অস্ট্রেলিয়া সফর ঘিরেও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট আস্থা দেখিয়েছিল ঋদ্ধির উপর। সাধারণত হ্যামস্ট্রিংয়ের চোট সারতে সপ্তাহ চারেক সময় লাগে। সেই তুলনায় ঋদ্ধি অনেক আগেই ফিট হয়ে উঠেছেন। সীমিত ওভারের দলে না থাকায় আরও বেশ কিছুদিন সময় হাতে পাবেন তিনি। কারণ, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর।
ঋদ্ধির কিপিংয়ের প্রশংসা বরাবরই শোনা যায় ক্যাপ্টেন কোহলির কণ্ঠে। আইপিএলে যেভাবে তিনি মারকুটে ব্যাটিং করেছেন, তা দেখার পর বাংলার উইকেটরক্ষকটির প্রতি রবি শাস্ত্রীর আস্থা আরও বাড়বে। তাই পুরো ফিট হয়ে উঠলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে গোলাপি টেস্টে ঋদ্ধি অবশ্যই খেলবেন। ভারতীয় দলের পক্ষ আরও একটি ভালো খবর হল, পেসার ইশান্ত শর্মা অএখন পুরোপুরি ফিট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডিরেক্টর রাহুল দ্রাবিড় ও মুখ্য নির্বাচক সুনীল যোশীর সামনে তিনি ফিটনেস টেস্ট দিয়েছেন। ফিট সার্টিফিকেট পেলেই ইশান্তের অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা।
কিন্তু অনুশীলনে নামলেও দস্তানা হাতে উইকেটের পিছনে ফের কবে তাঁকে দেখা যাবে, তা বলা কঠিন। বুধবার মূলত তিনি থ্রো-ডাউনে নক করেন। বেশ চমননেই দেখিয়েছে ভারতীয় দলের উইকেটরক্ষককে। ঋদ্ধি দ্রুত ফিট হয়ে উঠলে নিশ্চয়ই খুশি হবেন বিরাট কোহলি-রবি শাস্ত্রীরা। কারণ, টেস্টে তিনিই এক নম্বর উইকেটরক্ষক। যদিও ভারতের শেষ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে ঋদ্ধি চোট পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট আস্থা দেখিয়েছিল ঋষভ পন্থের উপর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি দিল্লীর উইকেটরক্ষক-ব্যাটসম্যানটি।