আগামী শুক্রবার, ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হতে চলেছে এ বারের আইএসএল। করোনা সংক্রমণের জেরে এবার গোটা টুর্নামেন্টই গোয়ায় অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল এটিকে-মোহনবাগান। আর টুর্নামেন্ট শুরুর দিন পাঁচেক আগেই দলের জন্য ৫ জন অধিনায়ক বেছে নিলেন স্প্যানিশ কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস।
আইএসএল স্কোয়াডের জন্য ২৭ জন ফুটবলারের তালিকা আগেই তৈরি করে ফেলেছিলেন চ্যাম্পিয়ন কোচ। এ বার একাধিক ক্যাপ্টেনও বেছে নিলেন। প্র্যাকটিসে ম্যাচ পরিস্থিতি তৈরি করে দেখে নেওয়া হবে তাঁদের। ৫ জনের মধ্যে থেকে কোনও এক জনের হাতেই উঠবে অধিনায়কের আর্মব্যান্ড। কারা এই ৫জন? যাঁদের বেছে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪ জন গত বারের চ্যাম্পিয়ন দলের সদস্য। ১জন নতুন।
৭ জন বিদেশি ফুটবলারের মধ্যে রয় কৃষ্ণ এবং এডু গার্সিয়া রয়েছেন তালিকায়। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে প্রীতম কোটাল এবং অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে নেতা হওয়ার দৌড়ে রয়েছেন সন্দেশ জিঙ্ঘান। এ বারই এটিকে-মোহনবাগানে নতুন এসেছেন তিনি। আইএসএলের প্রথম মরসুমেও একাধিক অধিনায়ক বেছে নিয়েছিলেন হাবাস। এ বারও তাই। হাবাস চিরকালই টিম গেমে বিশ্বাসী। তারকা প্রথায় একদমই বিশ্বাসী নন তিনি। আর তাই অধিনায়ক হিসেবেও বেছে নিলেন ৫ জনকে। তাঁদের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে ক্যাপ্টেন্সি করানো হবে প্রতি ম্যাচে।