দীপান্বিতা অমাবস্যার দিন কড়া স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণেশ্বরে শুরু হয়েছে পুজো অর্চনা। দুরত্ববিধি মেনে, শরীরের তাপমাত্রা দেখে, স্যানিটাইজ গেটের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের।
প্রত্যেকবারের চেয়ে ভিড় সামান্য কম হলেও, রাত বাড়লে দর্শনার্থীদের ঢল দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও দর্শনার্থী ফুল, ধূপ ধুনো নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। মাস্ক পরা বাধ্যতামূলক। বলা চলে কালী পুজোর দিন একে বারে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে।
পিপিই পরে রয়েছেন পুরোহিতরা। কারণ, প্রসাদ বিতরণের জন্য দর্শনার্থীদের নিকটে যেতে হচ্ছে তাদের। তবে এবছর, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনও তাবড় তাবড় নেতা মন্ত্রী তারকারাও যেতে ঢুকতে পারবেন না গর্ভগৃহে।