রোহিত শর্মার চোট নিয়ে জল্পনা চলছেই। এ বার সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “রোহিত ৭০ শতাংশ ফিট। সেই জন্যই তাঁকে শুধুমাত্র টেস্ট সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে।”
রোহিত ১০০ শতাংশ ফিট নয় বলে বেঙ্গালুরুর রিহ্যাবে গেলেও, বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা দলের সঙ্গেই উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেই বিষয়ে সৌরভ বলেন, “ঋদ্ধি টেস্টের আগেই সুস্থ হয়ে যাবে, সেই জন্যেই ও অস্ট্রেলিয়ায় গিয়েছে।” প্রসঙ্গত গত বার চোটের জন্যই অস্ট্রেলিয়া সফরে বাদ পড়েছিলেন ঋদ্ধি।
যদিও রোহিতের চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর-ও বিসিসিআই-এর তরফে রোহিতের চোট নিয়ে কোনও স্বচ্ছতা দেখানো হচ্ছে না বলে জানিয়েছিলেন।