অনুব্রত মন্ডল শিব ভক্ত সকলেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল চেয়ে প্রতি সোমবার বাবার মাথায় চাপান ১০৮টি বেল পাতা। সেই শিব ভক্ত অনুব্রত মণ্ডল এবার মা কালীর জন্য ৩০০ ভরির গয়না গড়িয়েছেন। যা নিয়ে হইহই পড়ে গিয়েছে বীরভূমে।
বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে শক্তি আরাধনায় মায়ের চার হাতে চারটে পদ্ম ধরিয়ে বিধানসভা জয়ের প্রার্থনা করলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গতবছর মা পেরেছিলেন ২৬০ ভরি সোনা। এবার যোগ হল ৪০ ভরি গয়না। বৃহস্পতিবার সন্ধ্যায় কেষ্টবাবু মাকে গয়না পরিয়ে দিলেন।
অনুব্রত মণ্ডলের কথায়, “আমি ১২ বছর বয়স থেকে পুজো করে আসছি। নিজেই ছোট বেলায় প্রতিমা গড়তাম। পরে একটু বড় হয়ে পাড়ার গলির ভিতর করতাম এই পুজো। তবে ১৯৯৮ সাল থেকে পার্টি অফিসে পুজো করে আসছি।” এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য জেলার প্রায় সব তৃণমূল নেতাই হাজির থেকে মাকে অলংকার উপহার দেন। তাঁদের কেউ বা মনস্কামনা পূর্ন হওয়ার জন্য আবার কেউ ভালোবেসে দেন।